সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

একজন সাকিবের গল্প..................

★আজ সবই বলবো,,সময় আছে তো,,শুনুন তাহলে,,,সেই ২০১৬ নবম শ্রেণিতে পড়তাম,,JSC তে A+ পাওয়ায় আব্বু একটা বাটন ফোন কিনে দিয়েছিল,,,Itel5320,,,অনেক খুশি হয়েছিলাম,,,ওই ফোন দিয়েই প্রথম অনলাইনে আসা...সেটা শুরু হলো ফেইসবুক দিয়ে,,FS Nirjor নামের এই বন্ধু প্রথম ফেইসবুক একাউন্ট খুলে দিলো,,দিন যেতে থাকলো,,SSC পরিক্ষা শেষ হলো,,রেজাল্ট অাসলো 4.94 কপাল খারাপ,, আব্বু ফোন টাকে ছুড়ে মারলো,,গেলো সেটা,,,পরে Mahabur নামের এক ফুপাতো ভাই  আমায় একটা ফোন দিলো,,পুরাতন হলেও সেটা ছিলো Android ফোন,,,অনেক টা খুশি,,আমারো একটা টাচ ফোন হলো,,একদিন শুনলাম Shadin মামা নাকি ইউটিউব থেকে টাকা ইনকাম করে,,ওই যে মাথায় ঢুকলো টাকা,,একটা চ্যানেল খুলে ফেল্লাম,,৩/৪ টা ভিডিও দিলাম,,দেখলাম কেউ দেখে না,,,সবসময় গিয়ে দেখতাম ১ টা ভিউ বাড়ছে কি না,,,,আমার বন্ধুরা আামায় নিয়ে টল করতো,,,একদিন সন্ধায় বসে ভাত খাইতেছি আমার এক বন্ধু Tanmoy ও আমায় ফোন দিয়ে বল্লো


কিরে Youtuber তোর Subscriber কতো,,আমি বল্লাম ১১ জন,,ও আমায় ঠাট্টা করে বল্লো ১১ মিলিয়ন,,ওখান থেকে মনের ভিতোর জিদ রাখলাম,,,পরে ২০/৩০ টা ভিডিও আপলোড করলাম,,,ভিউ হয় না,,,মন ভেঙ্গে গেলো মনে করলাম আমাকে দিয়ে হবে না,,,,এই সময় ৩ জন মানুষ আমায় খুব করে Support করছিলো,,,Mustakim ভাইয়া,, ও আমায় সব সময় বলতো তুই তো ভালো ভিডিও তৈরি করিস,,, লেগে থাক সফল হবি,,,Sumon ভাই,,,সবসময় Help করতো,,যে Recorder দিয়ে আপনারা আমার Voice শুনতে পান,, ওটা ভাইয়ের হেড ফোনেরি Recorder,,,,আর ৩ নম্বার মানুষটির নাম বলতে চাইছি না,, তবে সে আামায় অনেকটা Support করেছে,,,একদিন ভাইয়ের দেওয়া ফোন টা নষ্ট হয়ে গেলো,,,ঠিক করে নিলাম কিন্তু ভিডিও বানাইতে গেলে Off হয়ে যেত,,,আসলো রিং আইডি অনেক কষ্টে ৫০০০ টাকা জমালাম,,,,আর আম্মু তার ব্যাংক একাউন্ট ক্লোজ করে আমায় ৭০০০ টাকা দিলো,,কিনে নিলাম ভালো একটা ফোন,,,এইভাবে চলতে চলতে ১০০০ Subscriber আর ৪০০০ ঘন্টা Watch time পুরোন হলো,,,Monitaize ও পেলাম,,খুব দ্রুতো ১০$ হলো চিঠি চলে আসলো,,চিঠি আসায় আমার থেকে বেশি খুশি হয়েছিলো আমার বন্ধু Nazmus Sakib,,,যখন ভিডিও তৈরি করতাম তখন সবাই বলতো সাকিব পাগোল হয়ে গিছে পড়া শোনা শেষ,,,তবে আমি যাই করি না কেন,,,পড়া শোনা নিয়মিত চালিয়ে যেতাম,,,তার ভিতোর একটা মজার কথা হলো আমি Monitaize পাওয়া পর্যন্ত সম্ভাবত ৫০ টাকার MB কিনেছি,,,পারিবারিক অবস্থা ভালো ছিলো না সেটা আগে থেকেই বুঝতে পারছেন নিশ্চই,,যে বয়সে বন্ধুরা দামি Android  ফোন চালাতো ওই বয়সে আমি বাটন ফোন চালিয়েছি,,ও হা এতো MB আমি কই পেলাম তাহলে,,Tarak Aziz প্রিয়ো মামা সিম বিক্রি করতেন,,,উনি আমায় সিম দিতেন আর আমি সেই সিম থেকেই Free  MB গুলা নিয়ে ভিডিও আপলোড করতাম,,,এইভাবে চলতে চলতে,,,একদিন ১০০$+ ইনকাম হলো Bank Account যোগ করলাম,,,আর আজ টাকা হাতে পেলাম,,,তবে এই টাকা থেকে ১ টা টাকাও আমি নেই নাই,,,তাহলে কি করলাম,,,,আমাদের জমি জমা বন্দক রেখে একসময় আমাদের সংসার চলেছে,,,সেই জমি আজ ফিরিয়ে নিলাম,,,আর মসজিদে ৫০০ টাকা দিয়েছি,,,আমি সর্বদা Online থেকে Income এবং Education ভিডিও আপনাদের উপহার দিয়েছি,,আজ পর্যন্ত কোন ভুয়া ভিডিও আপলোড করি নাই,,,ইনশাআল্লাহ পরবর্তী দিন গুলোতে সততার সাথে আপনাদের পাশে থাকবো,,,

★পরিশেষে একটা কথা বলতে চাই,,,ধৈর্য ও পরিশ্রম একদিন আপনাকে সফলতার মুখ দেখাবে,,,,


Post a Comment

0 Comments